শেরপুরের ঝিনাইগাতীতে শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান কৃষকেরা। – Choice Tv News
  1. choicetv24bd@gmail.com : Choice TV News : Choice TV News
  2. zahidhossainsazal@gmail.com : Zahid Hossain Sazal : Zahid Hossain Sazal
   
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৫৮ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান কৃষকেরা।

মিজানুর রহমান (শেরপুর জেলা প্রতিনিধি):
  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ

সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষ করে কৃষকেরা লাভবান হয়েছে।সীমান্তবর্তী এই উপজেলায় ৭ টি ইউনিয়নের প্রায় সবখানে কমবেশি সবজি চাষ হয়েছে। এর মধ্যে উপজেলার,সন্ধ্যাকুড়া,ফাকরাবাদ,হলদীগ্রাম, ভারুয়া,বনগাও,তিনআনী,টেংরাখালী,বনকালী,পাগলারমুখ নকশি সহ অন্যান্য সব এলাকায় সবজির বাম্পার ফলন হয়েছে।শীত মৌসুমের শুরুতে যে সব সবজি বাজারে আশা শুরু করেছে এর মধ্যে জালিকুমড়া,মিষ্টিলাউ,চিচিংগা, ফুলকপি,পাতাকপি,সিম, আলু,লাউ,বরবটি ও করলা সহ অন্যান্য শাকসবজি দেদারছে বিক্রি ও আমদানী হচ্ছে।বনগাও, টেংরাখালী ও সন্ধ্যাকুড়া সবজির জন্যে বিখ্যাত।প্রতিদিন সকালে পাইকাররা সবজি ক্রয় বিক্রয় করার জন্যে ভিড় করেছে হলদীগ্রাম ও তীনআনী বাজার গুলোতে।কৃষকরাও ন্যায্য মূল্য পেয়ে বেজায় খুশি হয়েছেন। এখান থেকে সবজি কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা ও বিদেশেও রপ্তানি করা হচ্ছে।সবজি চাষি,আ:কাদির, সুলতান মিয়া, আ:করিম,আনিছ আহাম্মেদ জানায়,ধানের চেয়ে এবার সবজি চাষে ভালো লাভ হচ্ছি আমরা।সিম চাষি আ: কাদির জানায় ২৫ শতাংশ জমিতে আগাম সিম চাষ করে এবার ভালো লাভবান হয়েছি। বাজারে সবজির ন্যায্য মূল্য পেয়ে কৃষকরা অত্যান্ত খুশি।এ উপজেলার ২/৩টি ইউনিয়নে প্রচুর সবজির চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গায় ও বিদেশে রপ্তানী করা হয় এ সবজি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবজি চাষে কৃষকদের আগ্রহী করে তুললে এই ঝিনাইগাতী সবজির বাজার গুলো সম্প্রসারিত হবে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার জানায়,আমরা সবজি চাষে কৃষকদের আগ্রহী করে তুলার জন্যেই মাঠ পর্যায়ে এ দপ্তরে নিয়োজিত লোকবল কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আগামীতে সবজি চাষে কৃষকের সংখ্যা আরো বাড়বে বলে আশা করছি। কৃষকের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।প্রাকৃতিক আবহাওয়া ভালো থাকায় এবার সবজি চাষ ভালো হয়েছে বলে জানান ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 30th November, 2023
    SalatTime
    Fajr5:03 AM
    Sunrise6:23 AM
    Zuhr11:47 AM
    Asr2:50 PM
    Magrib5:11 PM
    Isha6:31 PM
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023
প্রযুক্তি সহায়তায়: আলাইসা আইটি