রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
রামগঞ্জ বাসীর জন্য একটি সুখবর,। রামগঞ্জ উপজেলা হেল্থ কমপ্লেক্স এ আল্ট্রাসনোগ্রাফম মেশিন ও এক্সরে মেশিন দীর্ঘদিন না থাকার কারণে স্বল্প আয়ের মানুষগুলো সঠিক চিকিৎসা পেতে প্রাইভেট ক্লিনিকগুলো উপর ভিড় জামাতে হত।
তারই অভাব দূর করতে বৃহস্পতিবার বেলা ৩ টায় রামগঞ্জ হেল্থ কম্প্লেক্স এ আল্ট্রাসনোগ্রাফম মেশিন ও এক্সরে মেশিন শুভ উদ্বোদন করেন ডাঃ আনোয়ার হোসেন খান, এমপি, মাননীয় সংসদ সদস্য মহোদয় সহ নেতৃবৃন্দগণ ওই সময় উপস্থিত ছিলেন! উনি বলেন মানুষের উন্নত সেবার জন্য আমি কাজ করে যাবো ইনশাল্লাহ সবাই আমাকে দোয়া করবেন, এবং শুভেচ্ছা বক্তব্য শেষ করেন!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023