কোন প্রতিক কাউকে বেহেশত দোজখে নিতে পারেনা-এমপি ইব্রাহীম – Choice Tv News
  1. choicetv24bd@gmail.com : Choice TV News : Choice TV News
  2. zahidhossainsazal@gmail.com : Zahid Hossain Sazal : Zahid Hossain Sazal
   
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন

কোন প্রতিক কাউকে বেহেশত দোজখে নিতে পারেনা-এমপি ইব্রাহীম

নূর হোসেন রিপন, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

 নুর হোসেন রিপন, স্টাফ রিপোর্টার:

নোয়াখালী-১( চাটখিল সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেছেন, কোন প্রতিক কাউকে বেহেশত দোযখে নিতে পারেনা। নির্বাচন আসলে বিএনপির জামায়েত জোট মিথ্যা কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করে। তাদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য ইব্রাহিম এমপি এলাকার জনগণের প্রতি আহ্বান জানান।

১৫ই অক্টোবর রোববার বিকেল ৪টায় সোনাইমুড়ি উপজেলার জয়াগ মহাবিদ্যালয় মাঠে সরকারের বিভিন্ন রকম সুবিধাভোগীদের সাথে, আয়োজিত এক বিশাল মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে এইচ এম ইব্রাহিম এমপি এসব কথা বলেন।

তিনি বলেন পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত একজন জনদরদী রাষ্ট্রনায়ক আমি আর কোথাও দেখিনি। চাটখিল সোনাইমুড়ীর জনগণের জনপ্রিয় নেতা এইচ এম ইব্রাহিম বলে, আপনাদের কথা চিন্তা করে শেখ হাসিনা চালু করেছেন এবং আপনাদেরকে প্রদান করছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা,মাতৃত্বকালীন ভাতা,প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, বৈশাখী ভাতা, ৩০ কেজি করে চাউল,১৫ টাকা কেজি দরে চাউল, টিসিবির পন্য। এসব সুযোগ সুবিধা জননেত্রী শেখ হাসিনাই আপনাদের প্রদান করে। আপনাদের এসব সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।

 

করোনা মহামারীর দুঃসহ দিনগুলোর কথা উল্লেখ করে এইচ এম ইব্রাহীম এমপি বলেন, শেখ হাসিনার মত একজন যোগ্য রাষ্ট্রনায় ক্ষমতা থাকাতেই আমরা এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছিলাম। আমরা আজকে একসাথে এত লোক একত্রিত হব একথা ওই সময় ভাবাই ছিল অকল্পনীয়। চাটখিলে করোনায় মৃত ব্যক্তির দাফনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করেছিলাম, করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফনের জন্য। একজন লোক করোনা আক্রান্ত হয়ে মারা গেলে, তার আত্মীয়-স্বজন পালিয়ে যায়। যে মসজিদে মৃত ব্যক্তির গোসল করানো হবে তারা মসজিদে তালা লাগিয়ে পালিয়ে যায়। রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ফোন করে বিষয়টি জানালেন। তখন আমি নির্বাহী কর্মকর্তাকে বললাম,মসজিদে ইমামের সাথে পরামর্শ করার জন্য। পরবর্তীতে ইমামের পরামর্শে আমরা তাইমুম করে সেদিন লাশ দাফন করেছিলাম।

উপস্থিত নারী পুরুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকেই করোনা টিকা দিয়েছেন। কেউ ২টা, কেউ ৩টা, আবার কেউ ৪ টা। প্রতিটি টিকা ক্রয়ে ৭ হাজার টাকা করে লেগেছিল। শেখ হাসিনার মতো একজন জনদরদী প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার কারণেই করোনা মহামারী থেকে আপনাদের রক্ষায় এ মহতি উদ্যোগ গ্রহন করা সম্ভব হয়েছিল।
শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা আনার বিকল্প নেই বলে, এইচ এম ইব্রাহিম এমপি তার বক্তব্য উল্লেখ করেন।

জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম পাখির সভাপতিত্বে এবং জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আকবর পলাশের সঞ্চালনায়, আয়োজিত এই বিশাল মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও খাহাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকীবিল্লাহ, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলি তাহের ইভু, সোনাইমুড়ি পৌরসভার মেয়র নুরুল হক ভিপি, সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হোসেন, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান বাহার, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 30th November, 2023
    SalatTime
    Fajr5:03 AM
    Sunrise6:23 AM
    Zuhr11:47 AM
    Asr2:50 PM
    Magrib5:11 PM
    Isha6:31 PM
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023
প্রযুক্তি সহায়তায়: আলাইসা আইটি