অভিষেক ব্যানার্জী নেতৃত্বে রবীন্দ্র সদন থেকে রাজভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলেন। – Choice Tv News
  1. choicetv24bd@gmail.com : Choice TV News : Choice TV News
  2. zahidhossainsazal@gmail.com : Zahid Hossain Sazal : Zahid Hossain Sazal
   
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

অভিষেক ব্যানার্জী নেতৃত্বে রবীন্দ্র সদন থেকে রাজভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলেন।

রিপোর্টার : শম্পা দাস ও সমরেশ রায় (কলকাতা)
  • প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

আজ পাঁচই অক্টোবর,, ঠিক দুপুর তিনটায়, মাননীয় অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে এক বিশাল মিছিল রবীন্দ্রসদন থেকে রাজভবন এর গেট পর্যন্ত বিক্ষোভ ও একটি সমাবেশ করলেন, প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী এবং মহিলা সদস্যরা এই মিছিলে পা মেলান, 

 

মিছিলের প্রথম ভাগে উপস্থিত ছিলেন,, মাননীয় অভিষেক ব্যানার্জী, অরূপ বিশ্বাস, অর্জুন সিং, নয়না বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, মন্ত্রী শশী পাঁজা, শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন , সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ, বাবুন ব্যানার্জী, কার্তিক ব্যানার্জী, অনন্যা চক্রবর্তী, অতীন ঘোষ, শান্তনু সেন সহ অন্যান্য মন্ত্রী বিধায়ক ও পৌরসভার পৌর মাতা ও কাউন্সিলেরা।। 

 

বাংলার কুড়ি লক্ষ গরীব মানুষের ন্যায্য পারিশ্রমিক এবং বকেয়া পাওনার দাবীতে আজকের এই রাজভবন চলোর ডাক, এছাড়া গরীব মানুষের ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা এবং কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার দাবিতে এবং দিল্লিতে, দিল্লী পুলিশের বব্যর রচিত অত্যাচার অভিষেক ব্যানার্জীর উপর এর প্রতিবাদে আজকের এই মহা মিছিল ও বিক্ষোভ, 

তারা বলেন বাংলা কোনদিন মাথা নত করবে না এবং বিজেপিকে এখান থেকে উৎখাত করাই হবে আমাদের লক্ষ্য।

আবাস যোজনার প্রাপ্য আদায়ের জন্য দিল্লির কৃষি ভবনের বৈঠকে বাংলার সাংসদ মন্ত্রী ও বঞ্চিতদের উপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর রচিত আক্রমণের জবাব বিজেপিকে দিতে হবে।

 

যদিও আজকে রাজভবনে রাজ্যপাল উপস্থিত ছিলেন না, বিশেষ কারণে তিনি বাইরে যাওয়ায় ,রাজভবনের সামনে মিছিল পৌঁছানোর পর একটি সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রত্যেকে বক্তব্য তুলে ধরেন। বিজেপি সরকারের বিরুদ্ধে। এবং কেন্দ্রীয় সরকারকে ভত সোনা করলেন,, 

প্রায় বারোটার থেকে, সারা রাজভবন সহ ধর্মতলার বিভিন্ন চত্বর তৃণমূল কংগ্রেসের সদস্যদের ভিড়ে ও মিছিলে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে, প্রশাসন ও অফিসারদের হিমশিম খেতে হয়,,।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 30th November, 2023
    SalatTime
    Fajr5:03 AM
    Sunrise6:23 AM
    Zuhr11:47 AM
    Asr2:50 PM
    Magrib5:11 PM
    Isha6:31 PM
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023
প্রযুক্তি সহায়তায়: আলাইসা আইটি