বি এইচ টিটু- সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর থানার আয়োজনে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, অশ্লিলতা, সন্ত্রাস এবং জঙ্গীবাদমুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনতামুলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় থানা চত্তরে সদরপুর থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা। এবারের প্রতিপাদ্য বিষয় “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এর উপর বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (ক্রাইম এন্ড অবস), উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহেনশাহ, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, মুক্তিযোদ্ধা নাজমুল কবির মনির তালুকদার, সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, ভাষানচর ইউপি চেয়ারম্যান গোলাম কাউসার, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, আসলাম বেপারী, মিজান বয়াতী, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, সমাজ সেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023