বি এইচ টিটু- সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী রোকেয়া বেগম (৫০) নামের এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। জানাগেছে আজ বিকেলে চরবিষ্ণপুর ইউনিয়নের আলী হোসেন ডাঙ্গী গ্রামের খবির জমাদ্দারের স্ত্রী রোকেয়া বেগম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে পেছন থেকে দ্রæতগামী বেপরোয়া মোটর সাইকেল ধাক্কা দিলে মোটরসাইকেল চালক একই ইউনিয়নের রেজাউল বেপারীর পুত্র রবিউল বেপারী (২০) ও রোকেয়া বেগম গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাদেরকে চিকিৎসার জন্য সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া বেগমের মুত‚্য হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। আজ সকাল ৯টায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সংবাদ পেয়ে সদরপুর থানার এসআই তুহিন বালা ঘটনাস্থল যান এবং বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023