চলতি মৌসুমে সিরাজগঞ্জে বিনা চাষে রসুনের ভালো ফলন হয়েছে। জানা যায়, জেলার তাড়াশ উপজেলাধীন চর হামকুড়িয়া, চর কুশাবাড়ী, নাদো সৈয়দপুর, ধামাইচ, সবুজপাড়া, বিন্নাবাড়ী, দিঘী সগুনা, কুন্দইল এলাকায় চাষ ছাড়া রসুনের বাম্পার ফলন হয়েছে। প্রত্যাশামতো রসুনের ফলন হওয়ায় খুশি এই এলাকার চাষিরা।
তাড়াশ উপজেলা কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, প্রতি বছর সাড়ে ৫০০ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়। বিনা চাষে রসুন আবাদ করলেও সার-বীজ-কীটনাশক দিয়ে বিঘা প্রতি প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। হেক্টর প্রতি প্রায় ৭.৫ টন রসুন উৎপাদন হয় বলেও কৃষি বিভাগ জানিয়েছেন।
চর হামকুড়িয়া গ্রামের রসুনচাষি আতাব আলী বলেন, বিনা চাষে রসুন চাষে বিঘাপ্রতি প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। ন্যায্য দাম পেলে প্রায় লাখ টাকা আয় হবে।
নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, বিনা চাষে বোনা হলেও সার-কীটনাশক ও শ্রমিক মজুরিসহ আনুষঙ্গিক খরচ এবার বেড়েছে। এবার যদি বাজারমূল্য কম হয় তাহলে লোকসান গুণতে হবে তাদের। তবে ফলন ভালো হওয়ায় কাংক্ষিত আয় হবে বলে তারা আশাবাদী।
জেলা কৃষিক সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হানিফ বলেন, জেলায় এবার ১ হাজার ৪ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। ইতোমধ্যে ৩৫১ হেক্টর জমির রসুন মাঠ থেকে ঘরে তুলেছেন কৃষকরা। যার হেক্টর প্রতি গড়ে ৭.২ মেঃটন রসুন উৎপাদিত হয়েছে বলে তিনি জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023