আলী আকবর হোসেন,স্টাফ রিপোর্টার ফরিদপুর।
আজ ২০ জুলাই-২০২৩খ্রী রোজ বৃহস্পতিবার ফরিদপুর নতুন অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার হিসাবে জনাব, শৈলেন চাকমা যোগদান করায় পুলিশ সুপার ফরিদপুর জনাব,মোঃ শাহজাহান(পিপিএম) তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে স্বাগত জানান।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব শৈলেন চাকমা ২৮ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগাযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব,মোঃ এমদাদ হুসাইন ফরিদপুর। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস জনাব,শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম ফরিদপুর। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব,সুমন রন্জন সরকার ফরিদপুর। সহকারী পুলিশ সুপার (প্রবি.)জনাব,ফাউজুল কবীর মঈন ফরিদপুর। সহকারী পুলিশ সুপার( প্রবি.) জনাব,নুরে আল মাহমুদ ফরিদপুর।
এছাড়াও ফরিদপুর জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা প্রমূখগণ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023