পাইকগাছার পল্লীতে মামলার পর তদন্তস্হলে আসামীদের হামলায় বাদী সহ আহত ৬ – Choice Tv News
  1. choicetv24bd@gmail.com : Choice TV News : Choice TV News
  2. zahidhossainsazal@gmail.com : Zahid Hossain Sazal : Zahid Hossain Sazal
   
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৩৭ অপরাহ্ন

পাইকগাছার পল্লীতে মামলার পর তদন্তস্হলে আসামীদের হামলায় বাদী সহ আহত ৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩

পাইকগাছার পল্লীতে জমি জবর দখল ঠেকাতে আদালতে মামলা করায় প্রতিপক্ষরা গৃহবধু আছিয়া কে মারপিট করে হত্যা চেষ্টা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি পাইকগাছার পৌরসভার সরল ২ নং ওয়ার্ডে। সেখানে বসবাসকারী বাচ্চু শেখের স্ত্রী আছিয়া বেগম তাদের দখলীয় গেপালপুর মৌজাস্হ ০.১৩শতাংশ জমি জবর দখল চেষ্টা করে একই গ্রামের সোনাই সরদার,মহাজন সরদার,রহমান সরদার, করিম সরদার ও জাহাঙ্গীর সরদাররা। তখন আছিয়া বেগম নিরুপায় হয়ে পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কাঃবিঃ ১৪৪ধারার বিধান মতে একটি মামলা করেন(যার নং- এম, আর – ২৭০/২৩, ৫/৬/২৩ইং)। উক্ত মামলায় আদালত নালিশী সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওসি পাইকগাছা কে ও দখল বিষয়ে তদন্তের জন্য রাড়ুলী ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সরজমিনে তদন্ত প্রতিবেদনের আদেশ দেন।উক্ত বিষয়ে সরজমিনে তদন্ত স্হলে ইউনিয়ন ভুমি কর্মকর্তার উপস্হিতিতে মামলার আসামী ও তাদের লোকজন বাদী ও স্বাক্ষীদের উপর চড়াও হয়ে মামলার স্বাক্ষী হাতেম সরদারের মুদি দোকানে ঢুকে মারপিট করে হাতেম কে মৃত্যু প্রায় করে। এসময় হাতেম কে উদ্ধার করতে আসা শাহিনুর,আসলাম,মুজিবর ও হাতেমের স্ত্রী কে মারপিট করে রক্তাক্ত জখম করে। তাছাড়া দোকানের মালামাল লুটপাট,ভাংচুর ও ক্ষতিসাধন করে। পরবর্তীতে স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। ভর্তির পর হাতেমের অবস্হা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসাকরা তাকে খুমেক হাসপাতালে প্রেরন করে ও হাতেম সেখানে চিকিৎসাধীন আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত পরিবারের পক্ষে মামলা দাখিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 30th November, 2023
    SalatTime
    Fajr5:03 AM
    Sunrise6:23 AM
    Zuhr11:47 AM
    Asr2:50 PM
    Magrib5:11 PM
    Isha6:31 PM
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023
প্রযুক্তি সহায়তায়: আলাইসা আইটি