জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চয়েস টিভি নিউজে সংবাদ সংগ্রহ করার জন্য দেশের সকল জেলা-উপজেলা,থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। – Choice Tv News
  1. choicetv24bd@gmail.com : Choice TV News : Choice TV News
  2. zahidhossainsazal@gmail.com : Zahid Hossain Sazal : Zahid Hossain Sazal
   
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:৩২ অপরাহ্ন

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চয়েস টিভি নিউজে সংবাদ সংগ্রহ করার জন্য দেশের সকল জেলা-উপজেলা,থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩

চয়েস টিভি নিউজ এর, অনলাইন সংস্করণ, ই-পেপার এবং ইউটিউব চ্যালেন পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় নিউজ পোর্টালটিতে এ নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ।

এ ক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করে, তথ্য ও সত্যকে আবিস্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পাদর্শী মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন আশা করছি।

চয়েস টিভি নিউজ -এ আপনার প্রতিনিধিত্ব মূলত একটি স্বেচ্ছাশ্রমমূলক কাজ যার মাধ্যমে সমাজ ও জনকল্যাণমূলক কাজের প্রতিনিধিত্বের পাশাপাশি দেশের আপামর জনতার কাছে আপনার জেলা/উপজেলা/ক্যাম্পাসের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌছাবে।

যোগ্যতা:-

১। সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক বা অধ্যয়নরত হতে হবে।

২। বয়সসীমা ১৮ বছরের উপরে হতে হবে ।

৩। উপস্থিত বুদ্ধিমত্তর অধিকারী হতে হবে।

৪। সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।

৫। মিশুক মনের অধিকারী হতে হবে।

৬। চালাক ও সাহসী হতে হবে।

শর্তসমূহ:-

১। কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২। অফিসের নির্দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

৩। কপি/বাসি নিউজ করা যাবে না।

৪। ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে।

৫। মাসে অন্তত দুটি জনদুর্ভোগের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।

৬। সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।

৭। স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে।

৮। রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না।

৯। প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।

১০। কোন প্রকার নেশা ও মাদকমুক্ত হতে হবে।

১১। ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের শর্তসাপেক্ষে চয়েস টিভি নিউজ এর আইডি কার্ড প্রদান করা হবে।(কোন চার্জ ছাড়া)

১২। বিভিন্ন উৎসবে বিজ্ঞাপন সংগ্রহ করার মানসিকতা থাকতে হবে।

১৩। অফিসের বিভিন্ন সিদ্ধান্ত গুরুত্বসহকারে পালন করতে হবে।

১৪। অফিসের সাথে সব সময় যোগাযোগ রাখতে হবে।

১৫। পত্রিকার প্রচার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিজ উদ্যোগে গ্রহণ করতে হবে।

১৬। নিজেদের প্রকাশিত নিউজ/ সংবাদ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে, একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।

১৭। সংবাদের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে। প্রতি মাসে অন্তত দুটি বিজ্ঞাপন সংগ্রহ করতে হবে।

১৮। প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-

প্রার্থীর নিজের ইমেইল থেকে জীবনবৃত্তান্ত ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি ছবি সহ আবেদন করতে  choicetv24bd@gmail.com এই ইমেইলে পাঠাতে হবে। আবেদন করার পরবর্তী তিন কর্ম দিবসের মধ্যে নির্বাচিত প্রার্থীদের ইমেইলে জানিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 30th November, 2023
    SalatTime
    Fajr5:03 AM
    Sunrise6:23 AM
    Zuhr11:47 AM
    Asr2:50 PM
    Magrib5:11 PM
    Isha6:31 PM
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023
প্রযুক্তি সহায়তায়: আলাইসা আইটি