নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় চন্দ্রপাড়া টলার ঘাটের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খাম্বার সাথে সংঘর্ষে জহুরুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার চন্দ্রপাড়া টলার ঘাটের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের ইউনুস বেপারীর ছেলে।
ডেউখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বয়াতী ঘটনাস্থল পরিদর্শন করেন।
চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি প্রদ্যুৎ সরকার জানান, শুক্রবার বিকেলে উপজেলার সদরপুর থেকে মোটরসাইকেল যোগে দুই জন আরোহী বালিয়াটি যাওয়ার সময় চন্দ্রপাড়া ট্রলার ঘাট নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খাম্বার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন। বাকি একজন সদরপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। পরে লাশ টি উদ্ধার করে সদরপুর থানায় প্রেরণ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023