মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ভুসিগুলো মাটিচাপা দেয়। নগরের হালিশহরের আনন্দবাজার এলাকায় ময়লার স্তূপ থেকে সেই ভুসি উঠিয়ে বিক্রির চেষ্টাকালে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে নগরীর আন্দাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ বস্তা নষ্ট ভুসি, বিক্রির নগদ ২ লাখ টাকা ও পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ নজরুল ইসলাম লিটন (২৬), সুজন কান্তি দে (৩৫), মোঃ গিয়াস উদ্দিন (৩৪), মোঃ ইউসুফ (৩৫) ও আশরাফ ইসলাম রনি (৩০)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়েছি যে মুরগি ও মাছের খাবার তৈরিতে ভুসি ব্যবহার করা হয়। এর মাধ্যমে পরবর্তীতে মানবদেহেও আক্রান্ত হয়। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023