বঙ্গবাজার দোকান মালিক সমিতি জানিয়েছে, আগামী বুধবার থেকে বঙ্গবাজারে পুড়ে যাওয়া বাজারের ধ্বংসাবশেষ সরিয়ে দোকান বসানো হবে।
সোমবার (১০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার থেকে পুড়ে যাওয়া মালামাল অপসারণ ও পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আজ পুরো বঙ্গবাজারে চলছে পরিচ্ছন্নতার কাজ। আগামীকালের মধ্যে কাজ শেষ হবে। বুধবার দুপুর ১২টায় আমরা ব্যবসায়ীরা তাদের দোকানে বসব। সবাই সাড়ে তিন ফুট পাঁচ ফুটের দোকান পাবেন। চৌকির নির্দিষ্ট মাপের নির্মাণের কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, যাদের দুই-পাঁচটি দোকান ছিল তারাও একটি করে দোকান পাবেন। আমরা মেয়রকে অস্থায়ী দোকান খোলার অনুরোধ করেছি। তার মাধ্যমে আমরা বুধবার এখানে দোকান বসাব।
ব্যবসায়ীদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সিটি করপোরেশনকে ২ হাজার ৯৬১ জনের তালিকা দিয়েছি। আজকের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা দেওয়ার কথা বলেন মেয়র। আশা করি আজকের মধ্যেই এই সম্পূর্ণ তালিকা তৈরি হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023