সিলিন্ডারে বিক্রি হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম মার্চ মাসে ৫.০৫ শতাংশ কমানো হয়েছে। ফলে প্রতি কেজি এলপিজির দাম ১২৪ টাকা ৮৫ পয়সা থেকে কমে হয়েছে ১১৮ টাকা ৫৪ পয়সা।
চলতি মাসে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪৯৮ টাকা থেকে কমিয়ে ১৪২২ টাকা করা হয়েছে। ফলে গত মাসের তুলনায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমেছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রকাশিত বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে এই হার কার্যকর হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023