সরকার নাশকতা রোধে ব্যর্থতার জন্য বিরোধী দলকে দায়ী করেছে: জিএম কাদের – Choice Tv News
  1. choicetv24bd@gmail.com : Choice TV News : Choice TV News
  2. zahidhossainsazal@gmail.com : Zahid Hossain Sazal : Zahid Hossain Sazal
   
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন

সরকার নাশকতা রোধে ব্যর্থতার জন্য বিরোধী দলকে দায়ী করেছে: জিএম কাদের

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
জিএম কাদের/ ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে দুটি ভবনে বিস্ফোরণের বিষয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, সরকারি দল বলছে, বিরোধী দল আন্দোলনে ব্যর্থ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা নাশকতা বা না।” আমরা প্রশ্ন করি, নাশকতা হলে সরকার তা প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নাশকতা প্রতিরোধে ব্যর্থদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? দেশের জনগণকে রক্ষা করতে না পারলে রাষ্ট্র শোক প্রকাশ করতে পারত এবং শোকাহতদের প্রতি সমবেদনা জানাতে পারত। এখন ব্যর্থতার জন্য অন্যদের দায়ী করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় মহিলা দল।

 

রাজধানীর গুলিস্তানে দুটি ভবনে বিস্ফোরণের ঘটনায় রাষ্ট্রের সমবেদনা না থাকায় ক্ষোভ প্রকাশ করে জিএম কাদের বলেন, গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একে অপরকে দোষারোপের রাজনীতি শুরু করছে। দুর্ঘটনা ঘটলে একে অপরকে দোষারোপ করুন। শোকাহতদের প্রতি সহানুভূতি না দেখিয়ে দেশে চলছে ফুর্তি। একদিকে চিৎকার, অন্যদিকে ফুর্তি।

জিএম কাদের বলেন, আমরা নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের যথাযথ চিকিৎসা দাবি করছি। ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করা যাচ্ছে না। যারা ব্যর্থতা, অবহেলা, দায়িত্বহীনতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুর্ঘটনা ঘটলে তা থেকে শিক্ষা নিন যাতে আবার না ঘটে।

এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন কেউ জানে না উল্লেখ করে তিনি বলেন, তদন্ত কমিটি কী সুপারিশ করেছে তা কেউ জানে না। কে দায়ী বা দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা কেউ জানে না। এখন সবই এলোমেলো। বিল্ডিংটি নির্মিত হলে, বিল্ডিং কোড অনুসরণ করা হয় না, গ্যাস লাইন বৈধ বা অবৈধ তা কোন ব্যাপার না। যারা তাদের দেখাশোনা করে না তারা তাদের দেখাশোনার জন্য দায়ী। এত বড় দুর্ঘটনা ঘটছে কিন্তু কারণ চিহ্নিত করা যাচ্ছে না। এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 30th November, 2023
    SalatTime
    Fajr5:03 AM
    Sunrise6:23 AM
    Zuhr11:47 AM
    Asr2:50 PM
    Magrib5:11 PM
    Isha6:31 PM
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023
প্রযুক্তি সহায়তায়: আলাইসা আইটি