কালবৈশাখী ঝড় ঘণ্টায় ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে দেশের ৮টি বিভাগের কিছু কিছু জায়গার উপর দিয়ে বয়ে যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের কিছু জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর একটি ঝড়ের সতর্কতা জারি করেছে।
এতে বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টায় কালবৈশাখী অস্থায়ীভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬০ থেকে ৮০ গতিবেগ বয়ে যাবে। কিমি প্রতি ঘন্টা বা তার বেশি। দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
অপরদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। .
এছাড়াও দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকোলীতে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময়ে টাঙ্গাইলে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023