ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কাপুরুষ ও অহংকারী’ বলে অভিহিত করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মোদীকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আপনারা চাইলে আমাকেও গ্রেফতার করুন।
রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ প্রত্যাখ্যানের প্রতিবাদে রবিবার দিল্লির রাজঘাটে সত্যাগ্রহ আন্দোলন করেছে কংগ্রেস। তাতে যোগ দিয়ে এমন মন্তব্য করলেন প্রিয়াঙ্কা।
নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে রাহুলের বোন প্রিয়াঙ্কা বলেন, ‘তুমি কাপুরুষ। এদেশের প্রধানমন্ত্রী কাপুরুষ। আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে পাঠান কিন্তু সত্য হলো এদেশের প্রধানমন্ত্রী কাপুরুষ। সে ক্ষমতার আড়ালে লুকিয়ে আছে। সে অহংকারী।’
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বলেন, “দেশের মানুষ অহংকারী রাজাকে চিনেছে। দেশবাসী অহংকারী রাজাকে শাস্তি দেয়। এটা এদেশের অনেক পুরনো ঐতিহ্য, হিন্দু ধর্মের চিরায়ত ঐতিহ্য।
কংগ্রেস নেতা আরও বলেছেন, “আমার পরিবার আমাকে শিখিয়েছে যে এই দেশ হৃদয় থেকে কথা বলে এবং হৃদয় দিয়ে দশজনের কথা শোনে।” এই দেশ সত্য স্বীকার করে। আমার বিশ্বাস, আজ সেই দিন। সবকিছু বদলে যাবে।
নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমার ভাই শহীদের ছেলে। তুমি তাকে মির্জাফর বলে ডাকো। আমার মাকে অপমান করেছেন আপনার দলের একজন মুখ্যমন্ত্রী বলেছেন রাহুল তার মায়ের নাম জানেন না। প্রতিদিন আপনি আমাদের পরিবারকে অপমান করেন। কিন্তু কোন মামলা নেই! কেউ শাস্তি পায় না!’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023