কবে আবার লড়াই হবে ব্রাজিল-আর্জেন্টিনা? এই চিন্তাটা সব সময়ই বেশির ভাগ ভক্তের মনে থাকে। ফুটবলে এমন একটি ম্যাচ যা দুই দলের ভক্তদের জন্যই স্বপ্নের মতো!
সেই স্বপ্ন পূরণের আরেকটি সুযোগ আসছে চলতি বছরের নভেম্বরে। দক্ষিণ আমেরিকায় 2026 বিশ্বকাপ বাছাইপর্ব।
২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে এই বছরের সেপ্টেম্বরে। কনমেবল ইতিমধ্যেই শিডিউল প্রকাশ করেছে। দেখা যাচ্ছে এই বছরের (২০২৩) নভেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই করবে।
ইকুয়েডরের বিপক্ষে ৯০ মিনিটের লড়াইয়ের পর ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে যাত্রা শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ালিফায়ারে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ বলিভিয়া।
তবে ম্যাচের তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি। ২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে 48 টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
বাছাইপর্বের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নভেম্বরে ব্রাজিলে আয়োজন করা হবে মেসি-নেইমারের হাইভোল্টেজ ম্যাচ।
২০২১ সালের সেপ্টেম্বরে, কোভিড বিধিনিষেধ মেনে না চলার কারণে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের দ্বারা কিক-অফের পরপরই ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি ব্যাহত হয়েছিল। তাহলে এটাই হবে বিশ্বকাপ বাছাইপর্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ।
এরপর ২০২৫ সালে ফিরতি ম্যাচে আর্জেন্টিনার ঘরের মাঠে খেলবে ব্রাজিল। সেটা হবে কোয়ালিফায়ারের ১৪তম রাউন্ড।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023