অনিয়ম হলে জাতীয় নির্বাচনও বাতিল করব: ইসি রাশেদা – Choice Tv News
  1. choicetv24bd@gmail.com : Choice TV News : Choice TV News
  2. zahidhossainsazal@gmail.com : Zahid Hossain Sazal : Zahid Hossain Sazal
   
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:১১ অপরাহ্ন

অনিয়ম হলে জাতীয় নির্বাচনও বাতিল করব: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা/ ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, অনিয়ম হলে গাইবান্ধার উপনির্বাচনের মতো জাতীয় নির্বাচনও বাতিল করব। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।

বুধবার (২২ মার্চ) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

রাশেদা সুলতানা বলেন, আমাদের একটাই বার্তা, জাতীয় নির্বাচনে কোনো বাধা ছাড়াই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আমরা সেই গ্যারান্টি দিচ্ছি। গাইবান্ধা উপ-নির্বাচনে যেমন ভোট দেওয়া বন্ধ করে দিয়েছি, জাতীয় নির্বাচনেও কোনো অনিয়ম হলে ভোট দেওয়া বন্ধ করে দেব।

 

নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এবারের পাঁচ সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করব। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। জাতীয় নির্বাচনে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। তবে এরপর কী হবে বলতে পারছি না। কিন্তু আমাদের ইচ্ছা আছে।

 

জাতীয় নির্বাচনে দাতা সংস্থার কোনো সহায়তা গ্রহণ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, তা হলে আমাদের নিতে কোনো সমস্যা নেই। তবে কে কী দেবে বা কীভাবে তা আগে দেখা হবে।

 

সাধারণ মানুষের আস্থা অর্জনে কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আস্থা একটা মানসিক ব্যাপার। কে আস্থা পাবে আমরা বলতে পারছি না। কিন্তু দায়িত্ব নেওয়ার পর আমরা এমন কিছু করিনি যেটা কেউ বিশ্বাস করবে না। তার প্রমাণ আমরা গাইবান্ধা উপনির্বাচনে দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 30th November, 2023
    SalatTime
    Fajr5:03 AM
    Sunrise6:23 AM
    Zuhr11:47 AM
    Asr2:50 PM
    Magrib5:11 PM
    Isha6:31 PM
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023
প্রযুক্তি সহায়তায়: আলাইসা আইটি