রাজধানীর যাত্রাবাড়ীর ১৫ একর আউটফল ক্লিনার কলোনি ও সিটি পল্লী উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংগঠনটি জানিয়েছে, গত ৪০ বছর ধরে এই জমি খালি ছিল।
রোববার (১২ ফেব্রুয়ারি) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও জাহাঙ্গীর আলম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রচারটি তদারকি করেন।
ডিএসসিসি জানায়, এই ১৫ একর জমি গত ৪০ বছর ধরে খালি ছিল। বিভিন্ন স্বার্থান্বেষী মহল সম্পত্তি দখল করে আসছিল।
অভিযানে সিটি ভিলেজের সামনের অংশ, তেলেগু কলোনির সামনের অংশ, ক্লিনার কলোনির প্রায় ৫০টি বাড়িসহ সর্বমোট প্রায় এক হাজার অবৈধ স্থাপনা ও বাড়ি ভেঙে ফেলা হয়েছে। অভিযানের একপর্যায়ে কলোনিতে বসবাসকারী বাসিন্দারাও এগিয়ে এসে উচ্ছেদে সহায়তা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, উন্নয়ন কাজের জন্য মেয়রের নির্দেশনার আলোকে খালি করা কর্পোরেশনের মালিকানাধীন ১৫ একর জমি দখলমুক্ত করা হচ্ছে। এই ১৫ একর জমির একটি অংশ তেলেগু সম্প্রদায়ের অন্তর্গত গৃহ পরিচ্ছন্নতার কর্মীদের ব্যবহার করা হবে। বাকি অংশে কর্পোরেশনের জন্য অত্যাধুনিক মোটর গ্যারেজ নির্মাণ করা হবে। তিনি বলেন, রাতেও খালি অংশ থেকে বর্জ্য অপসারণের কাজ চলছে।
প্রচারণায় ডিএসসিসি অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দার আলী, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর বাদল সরদার, কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান সার্বিক সহযোগিতা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023