অনলাইন ডেস্ক:বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বায়েজিদকে আটক করেছে পুলিশ। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, কাফরুল থানার ইব্রাহিমপুরে একটি টিনশেড ঘরে ছেলে রায়হানকে নিয়ে বায়েজিদ ও তার স্ত্রী মাহমুদা থাকতেন। বৃহস্পতিবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় বায়েজিদ তার সন্তানকে মাটিতে ফেলে দেয়। শিশুটি মারা যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিকেলে বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। আর বাবা বায়েজিদকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023