সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানে অন্য পথ থাকলে বিএনপিকে খুঁজে বের করতে হবে। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলার দাবি অযৌক্তিক, বানোয়াট ও মিথ্যা। এগুলো বিএনপির মিথ্যাচারের গল্প। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন ও মামলা দেওয়া হয়। মায়ের জানাজা এমনকি ঈদের নামাজেও অংশ নিতে পারেননি আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনের আগে ৫০০ স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে, ভূমি অফিসে আগুন দেওয়া হয়েছে, মানুষ পুড়িয়ে দেওয়া হয়েছে। কি ভয়ানক দিন! কত নিষ্ঠুর বিএনপি! মির্জা ফখরুল এখন হত্যা ও মাদক মামলার আসামিদের পক্ষে বক্তব্য দিচ্ছেন।
সেতুমন্ত্রী বলেন, জনগণকে পাহারা দিয়ে আওয়ামী লীগ আছে এবং থাকবে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক জীবন শেখ হাসিনার। ২০ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি গেয়েছেন জীবনের জয়গান। শেখ হাসিনা আগামী নির্বাচন নিয়ে নয়, আগামী প্রজন্মের কথা ভাবেন। এর চূড়ান্ত লক্ষ্য হল পরবর্তী প্রজন্মের বিকাশ।
তিনি বলেন, ১৪ বছরে বদলে গেছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নের এই স্বপ্নকে রূপ দিচ্ছেন শেখ হাসিনা। প্রতিবন্ধকতা উপেক্ষা করে শেখ হাসিনা দেশে ফিরে আসায় গণতন্ত্র অশক্ত হয়েছে। যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু খুনি ও জেলহত্যার বিচার হয়েছে। দেশে প্রথম আইনগতভাবে গঠিত নির্বাচন কমিশন। আওয়ামী লীগ সরকার ক্রমান্বয়ে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করছে।
আর বিএনপি নবজাতক গণতন্ত্রের শ্বাসরোধ করেছে। দেশে ভোট জালিয়াতি, রাষ্ট্রপতিকে হ্যাঁ-না ভোট, দলীয় নেতা আজিজকে নির্বাচন কমিশনের প্রধান করা, মাগুরা মার্কা নির্বাচনে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছে বিএনপি। এর জন্যই ওয়ান ইলেভেন তৈরি করা হয়েছে। বিএনপির ঘরে গণতন্ত্র নেই, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কীভাবে?
বইটির লেখক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেরিনা জাহান, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, বইটির সম্পাদক জাকিয়া তাবাসসুম, সাংবাদিক ফিরোজ আলম খান প্রমুখ।
পদ্মা সেতু, মেট্রোরেলসহ শেখ হাসিনার সরকারের তিন মেয়াদের উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিয়ে লেখা বই ‘শেখ হাসিনার স্বর্ণযুগ’।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023