অনলাইন ডেস্ক:নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাবি ছাত্রলীগসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
২০২৩-২৪ সালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল কাইয়ুম তৌসিফকে সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি আবদুস সবুর লোটাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক বাংলার রাজশাহী ব্যুরো এনায়েত করিম এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ সাইফুর রহমান (ডিবিসি নিউজ), সহ-সভাপতি-২ নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রাফি (ইউএনবি), সাংগঠনিক সম্পাদক আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা), কোষাধ্যক্ষ রিপন। চন্দ্র রায় (আজকের পত্রিকা), অফিস সম্পাদক ইরফান তামিম (ঢাকা মেইল), প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বিল (কালের কণ্ঠ), ক্রীড়া সম্পাদক আবদুল আহাদ (নতুন যুগ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অর্পণ ধর (সকালের সময়), অনুষ্ঠান ও পরিকল্পনা। সম্পাদক সাজ্জাদ হোসেন (সিল্কসিটি নিউজ ডটকম), নির্বাহী সদস্য-১ মীর কাদির (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), নির্বাহী সদস্য-২ সাজিদ হুসাইন (চ্যানেল আই অনলাইন) এবং কার্যনির্বাহী সদস্য-৩ এসআই সুমন (বাংলাদেশ জার্নাল)।
এছাড়া কমিটির সদস্য মরিয়ম পলি ও মেহেদী হাসান আকাশ। উপদেষ্টা-১ নুরুজ্জামান খান (সমকাল) এবং উপদেষ্টা-২ নূরে আলম (আলোকিত বাংলাদেশ)।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির উপদেষ্টা শাহীন আলম (সময় টিভি), রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো) ও সাবেক সভাপতি সুজন আলী (নিউ এজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী)।
এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাবি ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023