পাহাড় কাটা ও বালু উত্তোলনের জন্য ৩ লাখ টাকা জরিমান
খাগড়াছড়ির রামগড়ের নাজিরটিলা আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি মামলায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রামগড় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ সাজা দেন।
দণ্ডিত জসিম উদ্দিন পৌরসভার নাজিরটিলা গ্রামের মোঃ আব্দুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারা মূলে পাহাড় কাটায় দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বালুমহাল ও মাটি মহাল আইন ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘনের অপরাধে এই আইনের ১৫ (১) ধারায় আরো এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জরিমানা দিতে অপারগতা প্রকাশ করায় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা শাস্তিযোগ্য অপরাধ। অবৈধ পাহাড় কাটা, মাটি কাটা ও কৃষি জমির বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023