গাঁজা রাখার দায়ে ছাত্রলীগ নেতার ১৫ দিনের কারাদণ্ড – Choice Tv News
  1. choicetv24bd@gmail.com : Choice TV News : Choice TV News
  2. zahidhossainsazal@gmail.com : Zahid Hossain Sazal : Zahid Hossain Sazal
   
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৪২ অপরাহ্ন

গাঁজা রাখার দায়ে ছাত্রলীগ নেতার ১৫ দিনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি শেখ সজীব ওরফে এসকে সজীবকে গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন।

সজিব কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার মিলন শেখের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেলাল হোসেনের নেতৃত্বে একটি দল সজীবের বাসায় অভিযান চালায় পরিদর্শক মো. তার বাড়ি থেকে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, সজীব একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তার পরিবারের সদস্যরাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে। এর আগেও তিনি মাদকসহ একাধিকবার গ্রেফতার হয়েছেন।

স্থানীয়রা জানান, সজীব দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিল। তিনি চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন জানান, গ্রেফতারকৃত সজীবের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সজিব গাঁজা খায়। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দারের সামনে হাজির করা হলে বিচারক তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে গাঁজা সেবনের কথা স্বীকার করেছে। মাদক নির্মূল ও জনস্বার্থে আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 30th November, 2023
    SalatTime
    Fajr5:03 AM
    Sunrise6:23 AM
    Zuhr11:47 AM
    Asr2:50 PM
    Magrib5:11 PM
    Isha6:31 PM
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023
প্রযুক্তি সহায়তায়: আলাইসা আইটি