এখন পর্যন্ত বিএনপি’র ১৫ নেতাকর্মী নিহত: বুলু – Choice Tv News
  1. choicetv24bd@gmail.com : Choice TV News : Choice TV News
  2. zahidhossainsazal@gmail.com : Zahid Hossain Sazal : Zahid Hossain Sazal
   
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৩১ অপরাহ্ন

এখন পর্যন্ত বিএনপি’র ১৫ নেতাকর্মী নিহত: বুলু

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

অনলাইন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, পুলিশ সারাদেশে ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করছে। শেখ হাসিনার আপ্তবাক্যে সারাদেশে রক্ত বইছে। ইতিমধ্যে পুলিশের গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী নিহত হয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে দেশের চেয়ে ক্ষমতা প্রিয়।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর দলীয় কার্যালয় মাঠে কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সংসদের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা বুলু বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের পর থেকে ক্ষমতার লোভে জনগণের সঙ্গে অমানবিক আচরণ করছে। তারা গণতন্ত্রকে হত্যা করে পুরো জাতিকে বিভক্ত করেছে। দেশে চলছে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি। আওয়ামী লীগের রাজনৈতিক লক্ষ্য ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। তাই সন্ত্রাসবাদের ব্যাপক বিস্তার তাদের জন্য অপরিহার্য।

তিনি আরও বলেন, ক্ষমতার আড়ালে দেশে-বিদেশে বিলাসবহুল জীবনযাপনের জন্য ক্ষমতাসীন গোষ্ঠী ব্যাপক দুর্নীতিতে লিপ্ত হয়েছে। গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করে ক্ষমতার স্থায়ী বলয় তৈরির চেষ্টা করছে। অবৈধ সরকারের পৈশাচিক তাণ্ডবে বিরোধী দল, গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করতে আমরা ইতোমধ্যে পাঁচটি জেলায় প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই সমাবেশ করব। আশা করি, অতীতের মতো আগামী সমাবেশেও ভিড় নামবে। মহানগর বিএনপি নেতাদের আন্তরিক প্রচেষ্টায় পলো গ্রাউন্ডের মতো সমাবেশ হবে।

প্রস্তুতি সভায় শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাসেম বক্করের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 30th November, 2023
    SalatTime
    Fajr5:03 AM
    Sunrise6:23 AM
    Zuhr11:47 AM
    Asr2:50 PM
    Magrib5:11 PM
    Isha6:31 PM
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Choice TV News 2023
প্রযুক্তি সহায়তায়: আলাইসা আইটি